TMC Won In Co Operative Society Election At Chandrakona Paschim Medinipur


সবেমাত্র লোকসভা নির্বাচন মিটেছে। আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। ধরাশায়ী হয়েছে বাম-কংগ্রেসও। ফের তৃণমূল কংগ্রেসের উপরেই বেশিরভাগ আসনে আস্থা রেখেছেন বাংলার মানুষ। সেই চিত্রটা আরও একবার পরিষ্কার হল মেদিনীপুরের একটি গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে।পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের আকনা সমবায় সমিতি নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল। বুধবার এই সমবায় সমিতির মনোনয়নপত্র জমা ও তোলার শেষ দিন ছিল। আর সেখানেই কোনও বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করল না। বিরোধীদের তরফে এই সমিতির নির্বাচনে কোনও প্রার্থী দেওয়া হল না। সমবায় সমিতির ছয়টি আসনের ছয়টিতেই জয় লাভ করল তৃণমূল কংগ্রেস।

আজ সমবায় সমিতির চত্বরে সবুজ আবির মেখে উল্লাসে মাতল তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিরোধীরা কোনও নমিনেশন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে খুশি তৃণমূল কর্মী, সমর্থকরা। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘আমরা শুরু থেকে এই সমবায় সমিতিকে আজকে উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছি। এখানকার সকল মানুষ আমাদের প্রতি আস্থাশীল। তবে, নির্বাচনের আগে বিরোধী দলের অনেককে আমরা অনুরোধ করেছিলাম প্রার্থী দেওয়ার জন্য। কোনওরকম ভয় দেখানো বা কোনওকিছু হয়নি। ওঁরা নিজেরাই প্রার্থী দিতে চাননি।’ যদিও বিষয়টি, বিরোধীদের তরফে কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনা প্রার্থী না দেওয়ার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন ফের জিতে নিল তৃণমূল কংগ্রেস।

June Malia : কুয়েত কেড়ে নিয়েছে প্রাণ! পট্টনায়ক পরিবারের পাশে জুন

প্রসঙ্গত, ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। বিজেপি প্রার্থী হিরণকে প্রায় ১ লাখ ৮২ হাজার ভোটে হারিয়েছেন তিনি। ২০১৪ থেকে এই কেন্দ্রে বরাবরই তৃণমূল কংগ্রেসের উপর সর্মথন জানিয়েছে সাধারণ মানুষ। এই কেন্দ্রের মানুষের অন্যতম চাহিদা ঘাটাল মাস্টার প্ল্যানও বাস্তবায়ন হওয়ার পথে। শাসক দলের প্রতি মানুষের সমর্থনের ইঙ্গিত ফের স্পষ্ট হল সমবায় সমিতির নির্বাচনে।

Medinipur School : প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু পড়ুয়ার, মর্মান্তিক ঘটনা মেদিনীপুরের স্কুলে
পশ্চিম মেদিনীপুর জেলার আরও একটি লোকসভা কেন্দ্র মেদিনীপুর থেকে এবার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। দিলীপ ঘোষের আসনে ঘাসফুল ফোটাতে পেরেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্র থেকে সরিয়ে নিয়ে গিয়ে দিলীপ ঘোষকে দাঁড় করানো হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেই কেন্দ্রে হার তো হয়েছেই, মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও হেরেছেন এই কেন্দ্রে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *