ভুল করার অধিকার জন্মায় না, শুভেন্দুর ধর্না মামলায় মত হাইকোর্টের – calcutta high court comment on suvendu adhikari dharna for post poll violence in front of raj bhavan


এই সময়: অন্য কেউ ভুল করলেই আগামী দিনে অন্য কারও সেই ভুল করার অধিকার জন্মায় না—কলকাতায় রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারীর ধর্নায় বসার আবেদন সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করল হাইকোর্ট। হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে প্রথমে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা।সেই আর্জি খারিজ হয়ে যেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে গত বছর অক্টোবরে তৃণমূল রাজভবনের সামনে যে ধর্না আন্দোলন চালিয়েছিল, সেই যুক্তিও বুধবার দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফে। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন সেই যুক্তি খারিজ করে দিয়ে জানিয়েছেন, ধর্নার জন্য অন্য কোনও বিকল্প জায়গা চিহ্নিত করতে হবে বিজেপিকে।

পাশাপাশি গত বছর ৫ থেকে ১০ অক্টোবর অনুমতিহীন ধর্নার জন্য পুলিশ কাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে, তা আগামী শুনানিতে জানানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী শুক্রবার রাজ্যকে সেই ব্যাপারে তাদের বক্তব্য জানাতে হবে। এনিয়ে শুভেন্দুর বক্তব্য, ‘কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কীভাবে হলো? কলকাতার সিপি রিপোর্ট দিয়ে জানান, কীভাবে হয়েছিল?’

এদিন আদালতে তাঁর হয়ে আইনজীবীর বক্তব্য, ‘প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশ আমাদের আবেদন বাতিল করেছে। যদি ১৪৪ ধারার কারণে বিজেপির আবেদন বাতিল হয়, তাহলে গত বছর তৃণমূলকে কেন অনুমতি দেওয়া হয়েছিল?’ বিচারপতি সিনহা তখন স্পষ্ট বলেন, ‘একজন যদি ভুল করে বা অন্যায়ভাবে কাউকে কিছু দেওয়া হয়, তার মানে এই নয় যে, অন্য কোনও ব্যক্তিরও তার উপর অধিকার জন্মায়।’

রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতির মন্তব্য, ‘এটা কোনও দু’জন ব্যক্তির মধ্যে ঝগড়া নয়। এটা দু’টো রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক। এটার প্রভাব নিয়ে ভেবে দেখেছেন? যে দল ওখানে ১৪৪ ধারা অমান্য করে ৫ দিন অবস্থান-বিক্ষোভ করল, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে পুলিশ?’ রাজ্যের অ্যাডভোকেটে জেনারেল কিশোর দত্তর জবাব, ‘সেটা আমাকে জেনে বলতে হবে।’

নির্বাচন পরবর্তী হিংসা ইস্যু যুযুধান দুই ফুলের

রাজ্য যুক্তি দেয়,✓গত ১৩ জুন বিজেপি ধর্নার জন্য অনুমতি চেয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। রাজ্যপাল নিজে মাহেশ্বরী ভবনে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। অনেকে রাজভবনে গিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন।

বিজেপির আইনজীবী বলেন, ‘আদালত বললে আমরা কোনও শনিবার বা রবিবারও ধর্না করতে পারি। আদালত যদি এক ঘণ্টা সময় বেঁধে দেয়, সেই সময়েও করতে পারি।’ তবে বিচারপতি প্রশ্ন তোলেন, ‘অবস্থান, বিক্ষোভ করার অধিকার সকলের আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে?’ যদিও আদালত জানিয়ে দেয়, শুক্রবার বিকল্প জায়গা ঠিক হলে তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *