সদ্যই শহরের বুকে আয়োজিত হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। সেখানে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড পাড়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাকে এইদিন অযোগ্য ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে টলিউডের একটা বড় অংশ উপস্থিত ছিল। দেব, বাবুল সুপ্রিয়, জিৎ, আবির চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন সহ আরও অনেকে হাজির ছিলেন। তাঁদের একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যায় এদিন। যে ছবি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিনেমা মুক্তি পেয়েছিল ৭ জুন যা দর্শকের ভালোবাসায় হইহই করে চলছিল। অভিনয়ে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী প্রমুখ। আসুন দেখে নিন অযোগ্য ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের বিশেষ মুহূর্ত।