DA News,রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ৪% অতিরিক্ত ডিএ – west bengal government employees start receiving 4 percent extra da announced by mamata banerjee


রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে এক মাসের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জানা গিয়েছে, জুন মাসে বেতন ঢোকার আগেই এই টাকা আলাদা করে বুধবার থেকেই ঢুকতে শুরু করেছে রাজ্যের সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মীরা।উল্লেখ্য, এই বছর বিধানসভায় বাজেট পেশে জানানো হয়, সরকারি কর্মীদের ডিএ মে মাস থেকে আরও ৪ শতাংশ বাড়ানো হতে চলেছে। সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত কর্মীরা এই ডিএ পাবেন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ১ মে থেকে বর্ধিত ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের। যা তাঁরা পাবেন ১ জুন। কিন্তু, আমি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে ১ মে নয়, ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ দেওয়া হবে। এরপর রাজ্যে লোকসভা নির্বাচনের পর উঠে যায় নির্বাচনী আদর্শ আচরণবিধি। এরপরেই বিজ্ঞপ্তি জারি করা হয় অর্থ দফতরের পক্ষ থেকে।

ইতিমধ্যেই এপ্রিল মাসের যে বর্ধিত ডিএ তা দেওয়া শুরু হয়েছে। উল্লেখ্য, গত বছর বড়দিনের আগে কলকাতার একটি অনুষ্ঠানে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন। এই মর্মে অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এরপর বাজেটে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীদের একাংশ। এপ্রিল মাস থেকে যে ডিএ বৃদ্ধি করা হচ্ছে তা হলে রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কমে দাঁড়িয়েছে ৩২ শতাংশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের নিজের পরিবার বলে সম্বোধন করে জানিয়েছিলেন, ‘আপনাদের পাশে সবসময় রয়েছি।’ তবে রাজ্যের ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, তা ঐচ্ছিক, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে প্রায় ১৪ লাখ সরকারি কর্মী উপকৃত হতে চলেছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এই সংক্রান্ত মামলাটি আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। মাঝে ডিএ আন্দোলনে রাজনৈতিক রং লাগার অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের তরফে। ডিএ ঐচ্ছিক, তা স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *