একটা সময় ধুঁকছিল ডোকরা শিল্প। একেবারে এই শিল্প হারিয়ে যেতে বসেছিল। তবে আবারও সুদিন ফিরছে এই শিল্পের। নতুন করে চাহিদা বাড়ছে ডোকরার তৈরি জিনিসপত্রের। আর তাতেই আশার আলো দেখছেন শিল্পীরা। এক সময় এই শিল্প লক্ষ্মীর ভাঁড়, কিংবা হাতি, ঘোড়া বা দেবদেবীর মূর্তিতেই সীমাবদ্ধ ছিল তবে এখন তার পরিধি অনেকটেই বেড়েছে (Bankura Dokra Artist)। মানুষের চাহিদার সঙ্গে এতে অনেকটাই বদল এসেছে (Dokra Art Market)। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তৈরির হচ্ছে ডোকরার গয়না থেকে শুরু করে আরও নানা জিনিস। চাহিদা বাড়ার ফলে ডোকরা শিল্পের ফিরছে সুদিন। ডোকরা শিল্পী সোমনাথ কর্মকার ও চন্দন কর্মকার কী জানাচ্ছেন এই বিষয়ে? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।