Kanchanjangha Express Accident: হতভাগ্য যাত্রীদের মধ্যে তিনিও একজন, গুসকরায় বিউটির বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দিল রেল


পার্থ চৌধুরী: উত্তরবঙ্গে  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ  দুর্ঘটনায় মৃত পূর্ব বর্ধমানের  গুসকরার বিউটি বেগমের বাড়িতে পৌঁছালেন রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে রেলের আধিকারিকদের একটি দল গুসকরা ইটাচাঁদায় নিহত বিউটির বাড়িতে উপস্থিত হন। রেলের ওই প্রতিনিধি দলের সঙ্গেই উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়-সহ আরো অনেকে।

আরও পড়ুন-বাতিল হবে নিট! শেষপর্যন্ত এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
 
রেল আধিকারিকরা এদিন বিউটির বাড়িতে আসেন ক্ষতিপূরণের চেক পরিবারের হাতে তুলে দিতে। প্রতিনিধি দলে ছিলেন রেলের জলপাইগুড়ি ডিভিশনের আধিকারিক জিমুত কান্তি দত্ত, এস কে চৌধুরী, হরি ওম কুমার, মাণিক বর্মন বোরা সহ আরো বেশ কয়েকজন । গুসকরা থেকে রেলের এক প্রতিনিধিও ছিলেন। সঙ্গে ছিলেন আরপিএফ কর্মীরাও । এদিন মৃত বিউটি বেগমের স্বামী হাসমত শেখের হাতে ক্ষতিপূরণ বাবদ ৯ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন রেল আধিকারিকরা। এছাড়াও নগদ ৫০ হাজার টাকাও দেন।
 
মৃতের স্বামী হাসমত  শেখ বলেন,  রেলের তরফে ক্ষতিপূরণ পেয়ে স্বস্তি পেলাম। তবে মানুষটাকে তো আর ফিরে পাব না। যদিও রেলের বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই ।”

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ছিলেন বিউটি বেগম। ইদ উদজ্জোহা উৎসবে যোগ দিতে তড়িঘড়ি গুসকরায় ফিরছিলেন বিউটি। সে ফেরা আর হয়নি। পেছন থেকে একটি মালগাড়ি দাঁড়িয়ে থাকা কাঞ্চনজহ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘার দুটি কামরা উটে পড়ে মালগাড়ির ইঞ্জিনের উপরে।প্রসঙ্গত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *