ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট লুট হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির পক্ষ থেকে এদিন পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন করা হয়। সেখানেই এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে শুভেন্দু অধিকারী খোঁচা দেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। ৭ লক্ষ ১০ হাজার ভোটে জিতেছেন অভিষেক। ডায়মন্ড হারবারে ভোট হয়নি। ওই কেন্দ্রে ভোট লুট হয়েছে। জোর গলায় এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে এবার পাল্টা খোঁচা দিলেন কুণাল ঘোষ। মানসিক অবসাদে এমন কথা, দাবি কুণালের। বামেদের টেনে তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার। সেই মন্তব্যেও কড়া জবাব কুণালের। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।