Malda Mango QR Code : আম কিনতে গিয়ে ঠকার দিন শেষ, হাতে নিলেই জানা যাবে ঠিকুজি-কুষ্ঠি – malda district horticulture department takes initiative to label qr code on mango watch video


ফলের রাজা বলা হয় আমকে। এই তীব্র গরমে আমের কোনও বিকল্প নেই। আর আমের কথা বললেই সব থেকে প্রথমে মাথায় আলে মালদার আমের কথা। তবে মালদার আম বলে কুল ও গোত্রহীন যে কোনও আম বিক্রি করার দিন শেষ। এবার একটা ক্লিকই বলে দেবে আমের প্রজাতি। মালদহ জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে এবার নিশ্চিতভাবে জানা যাবে আমের নাম গোত্র। আমের গায়ে বসল এবার কিআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলেই আমের প্রজাতি থেকে কৃষকের নাম এমনকী কী পদ্ধতিতে চাষ হয়েছে, তার পুষ্টিগুণ কী সমস্ত তথ্য চলে আসবে ফোনের স্ক্রিনে। এক কথায় বলতে গেলে এবার আমের ঠিকুজি কুষ্ঠি জানাবে কিউআর কোড। মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে। কোন কোন আমে মিলবে এমন QR?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *