Rain In Kolkata,বেলা গড়াতেই হাওয়া বদল, ঝিরঝিরে বৃষ্টি কলকাতায় – kolkata witness light rainfall today


ঠান্ডা লাগার ‘চান্স’ নেই! কারণ এই বৃষ্টিতে গা ভিজবে না ‘সিওর’। কিন্তু, ওই ঝটিকা সফরে ঝিরঝিরে জল গায়ে লেগেছে! বৃষ্টি ‘ক্রেভিং’-বং ইমোশন মিলে মিশে একাকার। আজ না কাল, কাল না পরশু, গরমে ঘেমে নেয়ে একাকার হতে হতে বৃষ্টির ‘ফোরকাস্ট’ দেখে আরও মেজাজ চড়ছিল শহরবাসীর। দু’দণ্ড বাইরে দাঁড়ানো দায়! কোথায় বৃষ্টি? অবশেষে লক্ষ্মীবারে বৃষ্টিলাভ। ঝিরঝিরে বৃষ্টি হল শহরে। আর ছিটেফোঁটা বৃষ্টিতেই চওড়া হাসি শহরবাসীর মুখে।বিষ্যুদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল শহর কলকাতায়। সকাল থেকেই আকাশ ছিল আংশিক মেঘলা। কিন্তু, তাও যেন কিছুতেই বৃষ্টির পূর্বাভাসের ‘সহজ সত্যি’-টা মেনে নিতে পারছিল না শহরবাসী। বেলা ১১টা নাগাদ গোদের উপর বিষফোঁড়া হয়েছিল হালকা রোদ্দুর! হালকা মেঘ দেখে বৃষ্টি নিয়ে ‘আদিখ্যেতা’ করতে আসা সহকর্মী, বন্ধুর দিকে রে রে করে তেড়ে এসেছিলেন অন্যান্যরা। ‘আজ যদি বৃষ্টি না হয়…’, গান থেকে সুর কেড়ে সে এক কর্কশ ‘থ্রেট’। আত্মপক্ষ সমর্থন ছেড়ে ‘বৃষ্টি বিশ্বাসী’ বিড়বিড়িয়ে বলেছিলেন, ‘আজ ভগবান ভরসা, দরকারে দু’কলি গেয়েও দেব।’

আর এই হরেক আক্রমণের মধ্যেই প্রকৃতি সুড়সুড় করে খেলা ঘুরিয়ে দিল! ঘড়ির কাঁটা ২টো ছুঁই ছুঁই! ‘ইউরেকা ইউরেকা’, ‘ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস’-একাই বলে উঠলেন ‘বৃষ্টি বিশ্বাসী’! ‘ইয়াক ইয়াক’ বলার জন্যও কেউ ধারে কাছে আসেনি। তিনি একাই একশ! দু চার পশলা বৃষ্টিতে মন গদগদ। ঘেমে নেয়ে একাকার হওয়ায় ‘দ্য এন্ড’ কিনা জানা নেই, কিন্তু ‘বৃষ্টি ভরসা’ আর মনের ফাটলে আঠার কাজ করল আজকের ভেজা শহর, তা স্পষ্ট।

উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু, তারপর খুব একটা নড়ন চড়ন হয়নি মৌসুমী অক্ষরেখার। তার উপর গত চার থেকে পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছিল। তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। তার আগে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ছিল বৃষ্টির পূর্বাভাস।

উল্লেখ্য, এই সপ্তাহেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নীচের দিকে নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সপ্তাহান্তে বদলাতে পারে আবহাওয়া। রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে কি আজই মুক্তি?
এদিকে এদিন শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। নদিয়া, উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হয়েছে বৃষ্টিপাত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *