Uraan Serial Exclusive : ফুলের মতো ফুলওয়ালি! পূজারিণীর প্রেমে হাবুডুবু মহারাজের? – raan serial starred by ratnapriya das and pratik sen wedding special episode behind the scenes exclusive video


২৭ মে থেকে শুরু হয়েছে উড়ান। এই সিরিয়ালে সামান্য ব্রেকের পর আবারও ফিরে এসেছে টেলিপর্দায় প্রতীক সেন। আর এই সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন রত্নাপ্রিয়া দাস। সিরিয়াল শুরুর দিন থেকেই দর্শকের মন জয় করেছে। সিরিয়ালের একাধিক ট্যুইস্ট দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে (Uraan Serial)। নতুন ধারাবাহিকে আসছে একের পর এক নতুন মোড়। সিরিয়ালে এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পূজারিণী ও মহারাজ। আর কোন নতুন চমক আসতে চলেছে ধারাবাহিকে? তা জানতেই আমার ঢুঁ মেরেছিলাম উড়ান সিরিয়ালের সেটে। বিয়ের বাড়ির এপিসোড একেবারে জমে উঠেছে। চলুন দেখি কী হচ্ছে সেখানে। গল্পের মোড় কোনদিকে এগোবে তা তো আপনারা সিরিয়ালের এই এপিসোড সম্প্রচার হলেই দেখতেই পাবেন, তার আগে দেখে নিন শ্যুটিং পর্বের কিছু দৃশ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *