নিজে আহত হয়েও বাঁচান ৫ জনকে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ‘হিরো’ ধনিয়াখালির ২ যুবক!


বিধান সরকার: আহত হয়েও ৫ জনকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে বের করেছিলেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরলেন ধনিয়াখালির সেই ২ যুবক তন্ময় ঘোষ ও শৌণক সাহা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় আহত হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি ছিলেন তন্ময় ঘোষ ও সৌণক সাহা। আজ তারা ধনিয়াখালির বাড়িতে ফেরেন। তাঁদের দেখতে যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।

তন্ময় ঘোষ জানান, সেদিন ভয়াবহ দুর্ঘটনার পর বেঁচে ফিরবেন ভাবেননি। পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালগাড়ি ধাক্কা মারে। লাগেজ কামরার পর তৃতীয় নম্বর জেনারেল কামরায় তাঁরা ছিলেন। হঠাৎই জোরে একটি ঝাঁকুনি দেয়। তারপর ট্রেনটি লাইন থেকে নেমে যায়। তারপর আর কিছু বুঝতে পারেনি বলে জানান। তন্ময় ঘোষ সেই অবস্থাতেও ৫ জনকে ওই কামরা থেকে উদ্ধার করেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শৌণক সাহা। এমন সময় রাঙাপানি এলাকার স্থানীয় মানুষরা খবর পেয়ে  ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগায়। তন্ময় ও শৌণকরা বলেন, তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই ভয়াবহ অভিজ্ঞতা তাঁরা কখনওই ভুলতে পারবেন না। স্বপ্নের মধ্যেও তাড়া করছে আতঙ্ক।

তাঁরা বাড়িতে ফেরার পর আজ দুপুরে তাঁদের বাড়িতে দেখা করতে যান অসীমা পাত্র। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখানে আহতদের সঙ্গে কথা বলে যখন জানতে পারেন ধনিয়াখালির ২ যুবক আছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে অসীমাকে ফোন করে তাঁদের পরিবারের পাশে থাকার কথা বলেন। বিধায়ক এরপরেই বিডিও ও ওসিকে নিয়ে আহতদের বাড়িতে যান। সবরকম সাহায্য করেন।

আরও পড়ুন, Sealdaha: শিয়ালদহ মেইন ও নর্থ শাখায় কমছে না ভোগান্তি, ট্রেন লেটে হয়রানি যাত্রীদের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *