নির্বাচনী প্রচারে গিয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী
এই পরিস্থিতিতে জেলার ট্রাফিক ব্যবস্থা আরও স্বক্রিয় করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি লোকসভা নির্বাচনে প্রচার মঞ্চ থেকে জেলার ট্রাফিক ব্যবস্থার কথাও তুলে ধরতে দেখা যায় তাঁকে। জেলার ‘ব্ল্যাক জোন’ চিহ্নিত করে আরও কড়া ট্রাফিক ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজন করা হল ট্রাফিক সচেতনতা শিবির। দিঘার ডি এল হাই স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের নিয়ে এই ট্রাফিক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
ট্রাফিক আইন সংক্রান্ত প্রশ্ন উত্তর
শিবিরে উপস্থিত ছিলেন দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র, দিঘা মোহনা থানার ওসি শাহেনশা হক এবং ট্রাফিক অফিসার দিব্যেন্দু মিশ্র শহ অন্যান্যরা। এদিন পুলিশ কর্তারা ট্রাফিক সচেতনতার বিষয়ে যেমন আলোচনা করেন, তেমনই ট্রাফিক আইন সংক্রান্ত প্রশ্ন উত্তর প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রশ্নের উত্তর দিয়ে পড়ুয়ারা যেমন পুরস্কার জিতে নেয়, তেমনই ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণাও বৃদ্ধি হয় তাদের।
উল্লেখ্য, বছরের বিভিন্ন সময় শুধুমাত্র জেলার বিভিন্ন জায়গা থেকেই নয়, রাজ্যের বিভিন্ন জেলা এমনকী ভিন রাজ্যে থেকেও পর্যটকদের ভিড় দেখা যায় পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে। হাতে ২ থেকে ৩ দিনের অবকাশ থাকলেই দিঘার পথে পা বাড়ান পর্যটকরা। শুধু দিঘাই নয়, পার্শ্ববর্তী তাজপুর, মন্দারমণির মতো বিচগুলিতেও একইভাবে পর্যটকদের ভিড় থাকে। আর পর্যটকদের যাতে কোনওরকমের অসুবিধার সম্মুখিন হতে না হয়, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ করে প্রশাসন। যানজট কাটাতেও উদ্যোগী জেলার ট্রাফিক বিভাগ। আর এবার দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে ও মানুষকে আরও বেশি করে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হল উদ্যোগ।