Howrah News,দু’দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকার পরিবারের দিকে অভিযোগ – missing boy dead body recovered from uluberia howrah


টানা ২ দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছ থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার রঞ্জবার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম কৌশিক রায় (২১)। যদিও মৃত যুবকের পরিবারের অভিযোগ কৌশিককে তাঁর প্রেমিকার বাড়ির লোকজন অপহরণ করে নিয়ে গিয়ে খুন করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এমনকী মৃতদেহ উদ্ধার করতে গিয়েও বিক্ষোক্ষের মুখে পড়ে পুলিশ। পরে দেহটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠান হয়।স্থানীয় সূত্রে খবর, পেশায় গ্রিল মিস্ত্রি কৌশিকের সঙ্গে রাজাপুর থানার কাঁটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। যদিও ওই তরুণীর পরিবার এই সম্পর্ক মেনে নিচ্ছিল না। মৃত যুবকের পরিবারের অভিযোগ, এই নিয়ে তরুণীর পরিবারের সদস্যরা মাঝে মধ্যেই কৌশিককে হুমকি দিত। বিশেষ করে তরুণীর এক আত্মীয় কৌশিককে বেশ কয়েকবার হুমকি দেয়।

মৃত যুবকের মা লীলা রায় অভিযোগ করেন, গত বুধবার হঠাৎ তরুণীর এক আত্মীয় কৌশিককে বলে সব ঠিক হয়ে গিয়েছে। কৌশিকের সঙ্গেই ওই তরুণীর বিয়ে দেওয়া হবে। সেই মতো বুধবার সকালে দুই ব্যক্তি জয়পুর মোড় থেকে কৌশিককে অটোয় করে কোনও এক জায়গায় নিয়ে যায়। কিন্তু তারপর থেকেই আর কৌশিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কৌশিকের মা আরও জানান, ছেলেকে খুঁজে না পেয়ে ওইদিন রাতেই জয়পুর থানায় তাঁরা মিসিং ডায়েরি করতে যান। কিন্তু পুলিশ বলে ২৪ ঘণ্টা না পেরোলে মিসিং ডাইরি নেওয়া হবে না। এরপর বৃহস্পতিবার তাঁরা থানায় মিসিং ডায়েরি করেন। কিন্তু তারপরেও ছেলের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এরপর শুক্রবার সকালে কৌশিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের পরিবারের অভিযোগ ওই তরুণীর আত্মীয় স্বজনরা পরিকল্পিতভাবে প্রথমে কৌশিককে অপহরণ করে ও পরে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ যদি সক্রিয় হত তাহলে হয়ত কৌশিককে বাঁচানো যেতে বলেও দাবি তাঁদের। এদিকে এই ঘটনায় উলুবেড়িয়ার এসডিপিও নিরুপম ঘোষ বলেন, ‘মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগ ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *