আজ সারা দেশ জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে। শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিবস পালন করেছেন আর তারপরে স্বাস্থ সচেতনতার বার্তা দেন। পাশাপাশি শহর কলকাতায় একই চিত্র দেখা গেল। কলকাতার জাদুঘর থেকে আরও একাধিক জায়গায় যোগ দিবস পালন করা হচ্ছে। পশ্চিম পুঁটিয়ারির জাগরণী সাংস্কৃতিক সংস্থায় আন্তর্জাতিক যোগ দিবসে দেখা গেল একটু অন্য চিত্র। তাঁদের ভাবনাও ভিন্ন। উজ্জীবন যোগ অনুশীলন কেন্দ্রের ৫০ ঊর্ধ্ব নাগরিকরা এখানে নিয়মিত যোগাভ্যাস করতে আসেন। কীভাবে পথ চলা শুরু এই উদ্যোগের? কেনই বা মূল ফোকাস প্রবীণদের উপরেই? তাঁর বয়স ৭৫ আর যোগেই পেয়েছেন সুস্থ থাকার চাবিকাঠির খোঁজ। প্রতিমা চক্রবর্তী থেকে শুভঙ্কর দাস কী জানালেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।