৫ জুলাই হই হই করে আসতে চলেছে বাংলার নতুন গোয়েন্দা সিনেমা অরণ্যের প্রাচীন প্রবাদ। মূলত এক ডাক্তারের খুন হওয়া নিয়ে এই ছবিতে রহস্য ঘনিয়ে উঠতে দেখা যাবে যার আভাস আমাদের ট্রেলার দেখেই পরিষ্কার। আর সেই ডাক্তারের খুনের তদন্ত করতে এক হবু ডাক্তার, গোয়েন্দা ‘অরণ্য’ ময়দানে নামবেন। ছবিতে খুন হয়ে যাওয়া ডাক্তারের চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে, আর তাঁর বান্ধবীর চরিত্রে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের পত্নী তথা বাংলাদেশের নায়িকা মিথিলা। অন্যদিকে জিতু কমলকে’অরণ্য’-এর চরিত্রে দেখা যাবে। সিআইডি অফিসারের ভূমিকায় রয়েছেন শিলাজিৎ মজুমদার, পর্দায় তাঁর ভাগ্নে জিতু কমল ওরফে ‘অরণ্য’। ছবির প্রমোশনে এসে আড্ডায় মতলেন অভিনেতা। শেয়ার করলেন নানান সিক্রেট। আসুন দেখে নিন এই ভিডিয়ো।