শেষ হতে চলেছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা। এই সিরিয়ালের হাত ধরেই ফের ছোট পর্দায় ফের ফিরেছিলেন মানালী দে। সংসারের মারপ্যাঁচে মেয়েদের এক সুন্দর বন্ধুত্বের কথা বলেছে এই ধারাবাহিক। সিরিয়ালের শুরু থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে এই সিরিয়াল (Kar Kache Koi Moner Katha)।দর্শকের মন জয় করলেও শীঘ্রই শেষ হতে চলেছে এই সিরিয়াল। তারই শেষ দিনের শ্যুটিং হয়ে গেল এদিন (Manali Dey Shooting)। এই শেষ দিনের শ্যুটিংয়ে ঠিক কী কী হল? শেষ দিনে কার কাছে কই মনের কথার সেটে হাজির ছিলাম আমরা এই সময় ডিজিটাল। শেষ দিনের শ্যুটিংয়ের কিছু মন ছোঁয়া মুহূর্ত দেখে নিন। সবটা ধরা থাকল এই সময় ডিজিটালের পর্দায়। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।