কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান বীরভূমের কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে এখন কমেছে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার আকাশ মেঘলা থাকবে (Weather Forecast)। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে খুশি কলকাতা সহ দক্ষিনবঙ্গের জেলাবাসীরা। প্রবল গরম থেকে রেহাই পেয়েছে সকলেই। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কী জানাচ্ছেন? আরও বিস্তারিত জানতে আসুন দেখে নিন এই ভিডিয়ো।