Kolkata Traffic Police Notification For Closure Of Behala Santosh Roy Road


দক্ষিণ কলকাতায় গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ। অনির্দিষ্টকালের বন্ধ থাকছে বেহালার সন্তোষ রায় রোড। পাইপ লাইনের কাজের জন্য রাস্তা বন্ধ রাখা হচ্ছে বলে খবর। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বেহালার সন্তোষ রায় রোডে পাইপ লাইনে কাজ করা হবে। সেই কারণে, অনির্দিষ্টকালের জন্য এই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে। ফলত, যানবাহনকে বিকল্প রুট দিয়ে যাতায়াত করতে হবে।

বেশ কিছু বাসের রুট পরিবর্তন করা হবে। S31, AC31, SD4/1, সারদা পার্ক থেকে আনন্দপুর পর্যন্ত মিনিবাসগুলিকে অন্য রুট দিয়ে যাতায়াত করানো হবে। মতিলাল গুপ্ত সরণি বা জেমস লং সরণি দিয়ে যে সমস্ত গাড়িগুলি ডায়মন্ড হারবার রোডে সখেরবাজার যাবে, যেইসব গাড়িগুলিকে জনকল্যাণ সরণি দিয়ে ঘুরিয়ে ডায়মন্ড হারবার রোডে তোলা হবে।


S31, AC31, SD4/1, সারদা পার্ক থেকে আনন্দপুর পর্যন্ত মিনিবাস ছোট-বড় যে কোনও ধরনের গাড়িগুলিকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে। শুক্রবার থেকেই নির্দেশিকা কার্যকরী করা হয়েছে। বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখতে কলকাতার একাধিক রাস্তায় ভূগর্ভস্থ পাইপ লাইনের কাজ করা হচ্ছে।

Kolkata Metro Service : সময়ে বদল, বড় ঘোষণা মেট্রো রেলের

বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বিভিন্ন অংশ। এই চিত্র নতুন নয়। দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায় বেশ কিছুদিন ধরে জল জমে থাকতে দেখা যায়। কলকাতার একটা সময় নিকাশি পথে বৃষ্টির জল নেমে যাওয়ার ক্ষমতা ছিল ৬.১০ মিলি মিটার পর্যন্ত। সেই ক্ষমতা অনেকটাই বেড়েছে বর্তমানে।

খালি পায়ে ৪০ বছর, আজও মানুষের জীবন সুবাসে ভরাচ্ছেন শৈলেন রায়
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ম্যানহোলগুলি নিয়মিত পরিষ্কার করার কলকাতা পুরসভা তৎপর হয়েছে। এর জন্য নিয়মিত পলি তোলা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ ম্যানহোল তোলার কাজ শেষ হয়ে গিয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন হয়ে যাবে বর্ডার আগেই বলেই জানানো হয়। পাইপ লাইনের কাজের জন্য বেশ কিছু রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। সন্তোষ রায় রোডে পাইপ লাইনের কাজ হওয়ার জন্য সেই রাস্তায় গাড়ি চলাচল কর সম্বব নয়। সেই কারণেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কাজ মিটে গেলেই যান চলাচল ফের স্বাভাবিক করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। খুব শীঘ্রই এই কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *