Nadia News,মহিলা ব্যাঙ্ক থেকে বের হতেই বাইক নিয়ে ধেয়ে এল ৩ যুবক, তারপর… – lady alleges of snatching 50 thousand rupees from her at nadia shantipur


ভরদুপুরে ছিনতাইয়ের অভিযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময় নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। ছিনতাইবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।জানা গিয়েছে, শুক্রবার নদিয়ার শান্তিপুরের ডাকঘর নেতাজি স্ট্যাচুর পাশে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকা তুলতে যান মমতা পাল নামে এক মহিলা। ব্যাঙ্ক থেকে নগদ ৫০ হাজার টাকা তোলেন তিনি। অভিযোগ, ব্যাঙ্ক থেকে বেরিয়ে টোটোয় উঠতে যাওয়ার সময় মুখ ঢাকা অবস্থায় ৩ যুবক বাইকে চেপে এসে মমতা পালের টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনায় আকস্মিকতায় প্রথমে কার্যত হতবম্ব হয়ে যান মমতা। তারপরেই চিৎকার শুরু করেন তিনি। সঙ্গে ছুটে আসে আশেপাশের লোকজন। বিষয়টি জানার পরে স্থানীয়রাও ওই যুবকদের পিছনে ধাওয়া করেন। যদিও ততক্ষণে ওই ৩ যুবক নাগালের বাইরে চলে গিয়েছে

মমতা পাল জানান, এদিন সকালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে টাকা তোলার জন্য এসেছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা তোলেন। টাকা তোলার পর ব্যাঙ্ক থেকে বেরিয়ে টোটোয় ওঠার সময় পিছন দিক থেকে মুখ ঢাকা অবস্থায় তিন যুবক এসে তাঁর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ছানতাইকারীরা একটি লাল রঙের মোটরসাইকেল চেপে এসেছিল। প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে এই ঘটনায়, শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন মমতা পাল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে পুলিশ। তাঁর আবেদন, পুলিশ যেন সঠিক তদন্ত করে টাকা ফেরতের ব্যবস্থা করে।

প্রসঙ্গত, কয়েক মাস আগে মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেও চাঞ্চল্য ছড়িয়েছিল শান্তিপুরে। এক ছাত্রী অভিযোগ করেন, সন্ধের সময় পড়াতে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। বাড়ি থেকে মিনিট পাঁচ যাওয়ার পরে হঠাৎই দুই যুবক একটি বাইকে চেপে দ্রুত গতিতে তাঁর দিকে এগিয়ে আসে। এরপর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। সেই সময় ওই ছাত্রী দাবি করেন, ওই যুবকরা বেশ কিছুক্ষণ ধরেই তাঁকে ফলো করছিল। তারপরই আচমকা দ্রুতগতিতে এসে তাঁর মোবাইল নিয়ে পালিয়ে যায়। সেই ঘটনাতেও শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *