লোকসভা নির্বাচনের ঠিক পরেই তৃণমূল কংগ্রেস মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো। গত পঞ্চায়েত নির্বাচনে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি বোর্ড গঠন করে। এবার সেই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। শুক্রবার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস দল। বোর্ড গঠনের পর প্রশান্ত হালদার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান হলেন। লোকসভা নির্বাচনের পরই কৃষ্ণচন্দ্রপুরের ৯ জন জয়ী বিরোধী প্রার্থী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। ফলেই বিরোধীশূন্য হয়ে পড়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। প্রসঙ্গত মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।