West Bengal News,সিট বেল্ট মাস্ট, লেখা থাকতে হবে ‘স্কুল বাস’, পুল কার নিয়ে একগুচ্ছ নির্দেশিকা – west bengal transport department instructions for school pull car


স্কুলে যাতায়াতের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীই পুল কারের উপরে নির্ভরশীল। ছেলেমেয়েদর স্কুলে পাঠানো এবং বাড়ি ফেরানোর জন্য অনেক বাবা-মাই ভরসা করেন পুল কারের উপরে। এবার সেই পুল কার নিয়েই একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়টি জানিয়ে দেন। সেক্ষেত্রে যে সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি হল-১. গাড়ির সঠিক ফিটনেস, কাগজপত্র ও পারমিট থাকতে হবে।
২. স্বীকৃত আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত পড়ুয়া বহন করা যাবে না।
৩. এই ধরনের গাড়িতে হলুদ ও নীল রং দ্বারা চিহ্নিত করতে হবে।
৪. প্রত্যেক গাড়িতে কার্যকরী ভিএলটিটি লাগানো এবং স্কুল বাস কথাটি লেখা বাধ্যতামূলক।
৫. প্রতিটি গাড়ির দরজা জানলা যাতে সুরক্ষিত ভাবে বন্ধ করা যায় ও কোনও ছাত্রছাত্রী যাতে গাড়ির বাইরে হাত ও মাথা বের করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যায়, এমন কাচের জানলা রাখতে হবে।
৬. গাড়ির ভিতরে পর্যাপ্ত আলো ও স্কুলব্যাগ রাখার জায়গা থাকা আবশ্যিক।
৭. প্রত্যেক পড়ুয়ার জন্য সিট বেল্টের ব্যবস্থা রাখতে হবে।
৮. গাড়িতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার বাক্স ও আপৎকালীন যোগাযোগের নম্বর (বাইরে ও ভিতরে) লিখে রাখতে হবে।

এছাড়াও স্কুলগুলির ক্ষেত্রেও কিছু পরামর্শ দেওয়া হয়েছে পরিবহণ দফতরের পক্ষ থেকে। সেক্ষেত্রে পরিবহণমন্ত্রী জানাচ্ছেন, প্রত্যেক স্কুলের একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার রাখা উচিত। পাশাপাশি গাড়ির মালিকদের উদ্দেশ্যে পরিবহণমন্ত্রীর বার্তা, ‘স্কুল বাস’ কথাটি দৃষ্টিগোচর স্থানে লিখে রাখতে হবে। একইসঙ্গে গাড়ির যন্ত্রপাতি সহ সার্বিক ফিটনেস ও কাগজপত্রও নিয়মিতভাবে পরীক্ষা করতে হবে। অন্যদিকে অভিভাবকদের উদ্দেশে স্নেহাশিস চক্রবর্তীর বার্তা –

১. স্কুল বাস বা নিজস্ব গাড়ি ব্যবহার না করলে বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা উচিত।
২. গাড়ির মালিক ও চালকদের পরিচয় এবং ফোন নম্বর জেনে রাখতে হবে।
৩. প্রয়োজন মনে করলে গাড়ির কাগজপত্রের প্রতিলিপিও নিজের কাছে রাখতে পারেন।
৪. আপৎকালীন পরিস্থতির জন্য পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য দফতরের ফোন নম্বরও রাখা উচিত।
৫. বহন ক্ষমতার বেশি হয়ে গেলে অন্য গাড়ি বেছে নেওয়াই ভালো।
৬. যাঁরা নিজেদের গাড়ি ব্যবহার করেন, তাঁদেরও মাঝে মধ্যে গাড়ির ফিটনেস পরীক্ষা করাতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *