Howrah Water Supply : পানীয় জল নিয়ে সমস্যায় হাওড়া পুর এলাকার বাসিন্দারা, রবিতেই স্বাভাবিক হবে পরিষেবা? – drinking water supply service will be normalised on sunday at howrah municipal corporation area


হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে বন্ধ পানীয় জল পরিষেবা। শনিবার দুপুর বারোটার পর থেকে পানীয় জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পানীয় জল নিয়ে ফের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পুর এলাকার বাসিন্দাদের। তবে, কবে স্বাভাবিক হবে পানীয় জল পরিষেবা? কী জানাল হাওড়া পুরসভা, আসুন জেনে নেওয়া যাক।কী কারণে জল পরিষেবা বন্ধ?

হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে। সেই কারণেই পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হচ্ছে হাওড়া পুর এলাকায়। ৫০টি ওয়ার্ড নির্জলা থাকবে গোটা দিন। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

কী ব্যবস্থা নেওয়া হচ্ছে পুরসভার তরফে?

পুরসভা সূত্রে জানানো হয়েছে সাধারণের ভোগান্তির কথা মাথায় রেখে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সমস্ত জায়গায় জলের জন্য সমস্যা হবে সেখানে বিকল্প ভাবে জলের ব্যবস্থা করা হবে। জলের গাড়ি পাঠানো হবে। তবে আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করে মানুষকে সচেতন করা হয়েছে। যাতে পুর এলাকার মানুষজন জল মজুত করে রাখতে পারেন।

কবে ঠিক হবে পরিষেবা?

পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘ রবিবার সকালে যাতে জল সরবরাহ করা যায় তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হবে। আজ বেশ কিছু এলাকায় যেখানে জলের চাহিদা রয়েছে সেখানে জল পৌঁছে দেওয়ার জন্য হাওড়া কর্পোরেশনের তরফ থেকে জলের গাড়ি তৈরি রাখা রয়েছে।’ তিনি জানান, একদিকে যেমন পুর নাগরিকদের জন্য বিকল্প পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন ফাটলের মেরামতির কাজ শেষ করা হচ্ছে।

Howrah Bridge : রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, হুলস্থুল কাণ্ড হাওড়া ব্রিজে
পুর প্রশাসক সুজয় চক্রবর্তী আরও জানান, পদ্মপুকুর জল প্রকল্পের কাছে মেইন পাইপে ফাটল বেশ কিছুদিন আগেই ধরা পড়েছিল। ফাটলের জায়গাটি বাড়ছে। কিছুদিন আগেই ইদ সহ নানা অনুষ্ঠান থাকায় পাইপ লাইন সারানোর কাজে হাত দেওয়া হয়নি। উৎসবের সমতা বাদ দিয়ে একটি সময় বেঁচে নেওয়া হয়, পাইপ লাইনে কাজ করার জন্য। সেই কারণেই শনিবার দিনভর জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। তিনি আশ্বাস দিয়েছেন, পাইপ লাইনে কাজের পর রবিবার সকাল থেকে জল সরবরাহ শুরু করে দেওয়া হবে। তবে, রিসার্ভার ভর্তি করতে কিছুটা সময় লাগতে পারে। তবে, রবিবার সকাল থেকেই জল পরিষেবা ফের স্বাভাবিক হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *