India Book of Records : জিনিয়াস জিনিয়া, আড়াই বছরের খুদের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে – medinipur kolaghat two and half years old girl jiniya manna enter name india book of records watch video


মাত্র আড়াই বছরেই তার কেরামতিতে তাক লেগে গিয়েছে সকলের। আড়াই বছরের জিনিয়াস জিনিয়াকে নিয়ে তাই উৎসাহের শেষ নেই পরিবার ও আত্মীয় প্রতিবেশীদের। ২০২৪ এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নাম নথিভুক্ত করল মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মোহিষগোট গ্রামের ছোট্ট মেয়ে জিনিয়া মান্না। বয়স আড়াই, জিভের আড় ভাঙতে এখনও ঢের দেরি। তবুও গড়গড়িয়ে দিব্যি বলতে পারে বিভিন্ন দেশের ফ্ল্যাগ দেখে দেশের নাম, ইংরেজিতে বারো মাসের নাম, সপ্তাহের সাত দিনের নাম,ছটি ঋতুর নাম,বিভিন্ন কবিতা। আধো আধো গলায় ছোট্ট মেয়ের এমন বুলি শুনে তাজ্জব সকলে। স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। আড়াই বছরে জিনিয়ার এমন কীর্তি নথিভুক্ত হল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *