Murshidabad Police : জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তি, সংঘর্ষ আটকাতে গিয়ে মাথা ফাটল পুলিশের, গ্রেফতার ১৮ – murshidabad raghunathganj police injured at combatting a local clash of two groups


জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে তুমুল অশান্তি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায়। দুই পরিবারের সংঘৰ্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হল পুলিশও। উত্তেজিত জনতার আক্রমণে রঘুনাথগঞ্জ থানার এক সাব–ইন্সপেক্টর আহত হন। ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।শনিবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার রমাকান্তপুর এলাকায় একটি চায়ের দোকান থেকে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ তৈরি হয়। রঘুনাথগঞ্জের বিশ্বাসপাড়ার বাসিন্দা ফানসুর শেখ নামে এক যুবক সম্প্রতি তাঁর দূর সম্পর্কের আত্মীয় কালাবুল শেখের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। শনিবার সকালে ফানসুর মুকুন্দপুর মোড়ে নিজের দোকানে বসেছিলেন। হঠাৎই কালাবুল মিঠিপুর থেকে কয়েকজনকে নিয়ে এসে ফানসুরের উপর চড়াও হন। দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা বিবাদ থামাতে না পেরে পুলিশকে খবর দেন। বিবাদ মেটাতে ঘটনাস্থলে হাজির হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিবাদ থামাতে গিয়েই মাথা ফাটল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ASI কিশোর ঘোষের। গুরুতর আহত অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় উতপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফানসুর এবং তাঁর এক ভাইকে বেধড়ক মারধর করা হয়। তাঁদেরকে দোকানে আটকে রাখার অভিযোগ উঠেছে। তাঁদেরকে উদ্ধার করতে যায় পুলিশ। পুলিশ তাঁদের উদ্ধার করতে গেলেই তাঁদের উপরেই কয়েকজন উন্মত্ত জনতা। তখনই অশান্তি থামাতে বেগ পেতে হয় পুলিশকে। অশান্তি এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশবাহিনী এবং র‌্যাফ এলাকায় পৌঁছয়।

পুলিশ স্টেশন চত্বরে রাত কাটাতে চান? মুর্শিদাবাদে মিলবে এই সুবিধে, কী ভাবে জানেন?
ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, গ্রামে উত্তেজনা সৃষ্টি করা এবং পুলিশের উপর আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত চার মহিলা সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও দশটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, জমি অসংক্রান্ত বিবাদ নাকি এর পেছনে আর কোনও কারণ রয়েছে, সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *