স্থানীয় বাসিন্দারা বিবাদ থামাতে না পেরে পুলিশকে খবর দেন। বিবাদ মেটাতে ঘটনাস্থলে হাজির হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিবাদ থামাতে গিয়েই মাথা ফাটল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ASI কিশোর ঘোষের। গুরুতর আহত অবস্থায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় উতপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফানসুর এবং তাঁর এক ভাইকে বেধড়ক মারধর করা হয়। তাঁদেরকে দোকানে আটকে রাখার অভিযোগ উঠেছে। তাঁদেরকে উদ্ধার করতে যায় পুলিশ। পুলিশ তাঁদের উদ্ধার করতে গেলেই তাঁদের উপরেই কয়েকজন উন্মত্ত জনতা। তখনই অশান্তি থামাতে বেগ পেতে হয় পুলিশকে। অশান্তি এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশবাহিনী এবং র্যাফ এলাকায় পৌঁছয়।
ঘটনার পর জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, গ্রামে উত্তেজনা সৃষ্টি করা এবং পুলিশের উপর আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত চার মহিলা সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও দশটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, জমি অসংক্রান্ত বিবাদ নাকি এর পেছনে আর কোনও কারণ রয়েছে, সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে।