সঞ্জয় লীলা বনশালির হীরামণ্ডিতে মল্লিকাজান মণীষাকে নতুন রূপে পেল বলিউড। হীরামণ্ডির পর আবারও লাইমলাইটে মণীষা। এদিন মুম্বই এয়ারপোর্টের বাইরে দেখা মিলল তাঁর। চিরপরিচিত কার্লি হেয়ার, মুখে টোল ফেলা স্মিত হাসির মাঝে নজর কাড়ল তাঁর চশমা। এয়ারপোর্টে প্রিয় অভিনেত্রীকে দেখতে পেয়ে ছবিও তুললেন অনুরাগীরা। এয়ারপোর্টে দেখা মিলল মালাইকা অরোরাও (Manisha Koirala Airport Look)। চিরপরিচিত স্টাইলিশ লুকের বদলে এদিন এয়ারপোর্টের জন্য মালাইকাকে বেছে নিতে দেখা গেল স্পোর্টি লুক। সাদা হুডি ও বেল বটমস ডেনিমে স্টানিং মালা। এদিন যদিও প্যাপসদের জন্য কোনও পোজ দেননি তিনি। টুপি ও সানগ্লাসে ঢাকা ছিল তাঁর চেহারা। বাসন্তী রঙে গর্জাস মণীষা। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।