Sonakshi Sinha Zaheer Iqbal wedding: সেজেছে বাড়ি, জাহির সোনাক্ষীর বিয়ের প্রস্তুতি – shatrughan sinha ramayan bungalow lit up with lights for daughter sonakshi sinha wedding watch video


২৩ জুন জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। বি-টাউনে বাজেছে বিয়ের সানাই। গাঁটছড়া বাঁধতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। আর তাই নিয়েই এখন সরগরম বলিউড। আলোক মালায় সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাংলো রামায়ণ। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন অতিথিরাও। সব মিলিয়ে জমজমাট আয়োজন। বিয়ে বাড়িতে আসছে নতুন পোশাক। সেই ছবিও কিন্তু আমাদের চোখ এড়ায়নি। আমাদের ক্যামেপায় ধরা পড়েছে সেই ছবিও। তবে ২১ জুন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রাকবিবাহ অনুষ্ঠান। অনুগামীরাও অধীর অপেক্ষায় বসে রয়েছে বিয়ের সাজে নব দম্পতিকে দেখার জন্য। এক কথায় বলতে গেলে সোনাক্ষীর বিয়ে ঘিরে চর্চা একেবারে তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *