Sonakshi Sinha Zaheer Iqbal Wedding : সোনাক্ষীর বিয়েতে হাজির প্রাণের বন্ধু হুমা – sonakshi sinha and zaheer iqbal wedding festivities going on bollywood actress huma qureshi joined watch video


বেজে গিয়েছে সোনাক্ষী- জাহিরের বিয়ের সানাই। শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। আলোয় সেজে উঠেছে রামায়ণ। দীর্ঘ দিনের প্রেমের পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছে দু’জনে। বি-টাউনে বিয়ের সানাই বেজেছে আর তাই এলাহি আয়োজনতো থাকছেই। তবে শোনা যাচ্ছে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষীর বিয়েতে শুধু তাঁদের নিকট আত্মীয় এবং বন্ধুরাই থাকচেন। তবে সোনাক্ষীর বিয়েতে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন অতিথিরা। আর সেখানেই দেখা গিয়েছে হুমা কুরেশিকেও। হুমার সঙ্গে বিয়ে বাড়িতে হাজির সকিম সলিমও। সব মিলিয়ে জমজমাট বিয়ে বাড়ি। ২০ জুন থেকেই শুরু হয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। সোনাক্ষীর বিয়ের দিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে। বিয়ের পর নবদম্পতীকে কেমন দেখাচ্ছে তা এখন সময়ের অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *