Trinamool Congress : বাগদা জিততে নয়া রণকৌশল তৃণমূলের, কর্মীদের বিশেষ বার্তা মন্ত্রীর – minister sujit bose speaks about tmc strategy at bagda assembly bypoll


বিধানসভা উপনির্বাচনের আর দিন পনেরো বাকি। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফলের পর এবার চারটি বিধানসভা কেন্দ্রেও জেতার ব্লু প্রিন্ট তৈরি করছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ লোকসভা কেন্দ্রে পরাজয় হলেও বাগদা উপনির্বাচনে জয় কী ভাবে আসবে, জানালেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।লোকসভা পরাজয় থেকে শিক্ষা নিয়ে এবার আর বাগদা বিধানসভা উপনির্বাচনে বুথ ভিত্তিক প্রচারে জোর দমকল মন্ত্রীর । বাগদা বিধানসভা উপনির্বাচনে বাগদা পুনরুদ্ধারের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে অঞ্চলভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এবং গাড়াপোতা পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে।

দায়িত্ব পাওয়ার পরেই রবিবার হেলেঞ্চা অঞ্চলের নেতা কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন সুজিত বসু। কর্মী সভায় বুথ কমিটি গঠন করা, বুথে বুথে প্রচারের নির্দেশ দেন স্থানীয় নেতৃত্বকে। প্রয়োজনে নিজেও বুথ ভিত্তিক মানুষের কাছে যাবেন বলেও জানান মন্ত্রী। এদিনের এই কর্মী সভায় শতাধিক বিরোধী দলের কর্মী সমর্থক মন্ত্রী সুজিত বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

মন্ত্রী আরও জানান, ‘বুথকে সবসময় শক্তিশালী করতে হয়, বুথের লোকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হয়।’ এই বিধানসভা এলাকায় তৃণমূলের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বের কোনও বিষয় নেই বলেই জানিয়ে দেন মন্ত্রী। উলটে, বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি নিয়েই কটাক্ষ করেন তিনি।

Kunal Ghosh on Mamata Banerjee : ‘বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ নেই’ মন্তব্য কুণালের

উল্লেখ্য, বাগদার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপির একাংশ বিরোধ শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদলের বার্তা দেওয়া হয়। প্রার্থী বদল না হওয়ায় পরের দিনই নির্দল প্রার্থী দাঁড় করানো হয় বিজেপির তরফে। বিজেপির বিক্ষুব্ধ শিবির গেরুয়া উত্তরীয় পরে উপস্থিত কর্মীদের হাতে বিজেপির পতাকা, মুখে জয় শ্রীরাম স্লোগান নিয়ে নমিনেশন জমা দেন নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার।

BJP West Bengal : ‘হাঁটুর মালাইচাকি ভাঙবেন’ বাগদায় বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক, পালটা তৃণমূল
বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে এবার জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। বাগদা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসকেই এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল লোকসভা নির্বাচনে। যদিও, বিধানসভা উপনির্বাচনে প্রার্থী চয়নের ক্ষেত্রে চমক দেয় তৃণমূল কংগ্রেস। ঠাকুর বাড়ির সদস্য বড়মা বীণাপাণি ঠাকুরের নাতনি মধুপর্ণা ঠাকুরকে এই কেন্দ্র থেকে ভোটের লড়াইয়ে নামানো হয়েছে। নবাগতা প্রার্থী কি খেলা ঘোরাবেন? উত্তর মিলবে ফলাফলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *