সূত্রের খবর, এই মুহূর্তে শূন্যপদের সংখ্যা ডিএসপি ৫০, আর্মড ও আন আর্মড নিয়ে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এই সংখ্যাটা ৫৫০ এবং আর্মড ও আন আর্মড মিলিয়ে এএসআই -এর ক্ষেত্রে সংখ্যাটা ৮৫০। লোকসভা নির্বাচন প্রায় আড়াই মাস ধরে অনুষ্ঠিত হয়েছে। ভোট সহ অন্যান্য কারণের জন্য নিয়োগ সম্ভব হয়নি।
এবার এই শূন্যপদগুলি পূরণের ক্ষেত্রে যাতে প্রোমোশন দেওয়া হয় সেই মর্মে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির তরফে । তাদের কথায়, ‘এর ফলে যাঁরা নীচু তলার কর্মী রয়েছেন তাঁরা কাজে উৎসাহ পাবেন। পাশাপাশি পদোন্নতি হলে তাঁদের বেতনও কিছুটা বাড়বে। এছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরাও এতে উৎসাহ পাবেন।’
কর্মীদের কথা ভেবেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে। এদিকে পদোন্নতি হলে সেখানেও শূন্যপদ তৈরি হবে। সূত্রের খবর, ট্রেনিং শেষ করে নতুন ব্য়াচ আসার জন্য এক্ষেত্রে অপেক্ষা করা হচ্ছে। নতুন ব্যাচ এলে তা কার্যকর করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাস্ব রাউত জানাচ্ছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন পদোন্নতির বিষয়ে গতি এসেছে।
ফলে সরকারি কর্মীদের একটা বড় অংশ কাজে উৎসাহ পাচ্ছেন। প্রসঙ্গত, চলতি বছরের বাজেট পেশের সময়ই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা আরও চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
