Kolkata Metro,আজ থেকেই রাতের শেষ মেট্রোর সময় বদল, কখন কোন স্টেশন থেকে ছাড়বে? – kolkata metro rail night experimental service timing going to be changed from today


আজ সোমবার থেকেই রাতের মেট্রোয় নতুন সময়সূচি। গত ২৪ মে থেকে রাতে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু চালু করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আর এক মাসের মাথায় তার সময়সূচি বদল হতে চলেছে। এতদিন রাত ১১টায় ছাড়ত পরীক্ষামূলকভাবে চলা এই মেট্রো। সোমবার থেকে তা ছাড়বে আরও ২০ মিনিট আগে। সেক্ষেত্রে দমদম ও কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। সপ্তাহে ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।এক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রেও থাকছে নতুন নিয়ম। মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ২৪ জুন থেকে পরীক্ষামূলকভাবে চলা এই মেট্রোর জন্য কোনও স্টেশনেই টোকেন কাউন্টার খোলা থাকবে না। এক্ষেত্রে স্মার্ট কার্ড ব্যবহার করে যাত্রীরা মেট্রোয় চড়তে পারেন। আর নয়তো UPI পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে টোকেন সংগ্রহ করতে পারেন তাঁরা। রাতের মেট্রো সমস্ত স্টেশনেই দাঁড়াবে।

এক্ষেত্রে রাতের মেট্রোর জন্য কোন স্টেশনে কোন কোন গেট খোলা থাকবে তাও জানিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষর তরফে। তাই যাত্রীদের ওই সমস্ত গেটগুলিই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন স্টেশনে কোন গেট খোলা থাকবে।

  • দমদম স্টেশন – গেট নং ১ (উত্তর দিকে গেট) ও গেট নং ৪ (দক্ষিণ দিকের গেট)
  • বেলগাছিয়া স্টেশন – গেট নং ১ (দুধ কলোনি গেট) ও গেট নং ৩ (রাজবাড়ি গেট)
  • শ্যামবাজার স্টেশন – গেট নং ১ (ফাইভ পয়েন্ট ক্রসিং) ও গেট নং ৪ (ভুপেন বোস অ্যাভিনিউ)
  • শোভাবাজার সুতানুটি স্টেশন – গেট নং ১ (গ্রে স্ট্রিট গেট) ও গেট নং ৩ (লাল মন্দির গেট)
  • গিরিশ পার্ক স্টেশন – গেট নং ১ ও গেট নং ৩
  • মহাত্মা গান্ধী রোড স্টেশন – গেট নং ১ (মহাজাতি সদন গেট) ও গেট নং ২ (মেছুয়া গেট)
  • সেন্ট্রাল স্টেশন – গেট নং ২ (লাল বাজার গেট), গেট নং ৪ (লরেটো স্কুল গেট) ও গেট নং ৬ (মেডিক্যাল কলেজ গেট)
  • চাঁদনি চক স্টেশন – গেট নং ১ (হিন্দুস্তান বিল্ডিং গেট), গেট নং ৪ (যোগযোগ ভবন গেট) ও গেট নং ৫ (এয়ারলাইন্স গেট)
  • এসপ্ল্যানেড স্টেশন – গেট নং ১ (রানি রাসমনি গেট), গেট নং ২ ও গেট নং ৫
  • পার্ক স্ট্রিট স্টেশন – গেট নং ১ (মিউজিয়াম গেট), গেট নং ২ ও গেট নং ৩
  • ময়দান স্টেশন – গেট নং ১ (ইলিয়ট পার্ক গেট) ও গেট নং ২ (জীবন দীপ গেট)
  • রবীন্দ্র সদন স্টেশন – গেট নং ২ (নন্দন গেট) ও গেট নং ৩ (সংরক্ষণ গেট)
  • নেতাজি ভবন স্টেশন – গেট নং ২ (আশুতোষ মুখার্জী রোড গেট) ও গেট নং ৪ (জগুবাবুর বাজার গেট)
  • যতীন দাস পার্ক স্টেশন – গেট নং ১ (হাজরা মোড় গেট), গেট নং ৩ (ক্যান্সার হাসপাতালের গেট) ও গেট নং ৫ (উত্তম মঞ্চ গেট)
  • কালীঘাট স্টেশন – গেট নং ১ (কালী মন্দির গেট), গেট নং ৩ (টালিগঞ্জ অটো স্ট্যান্ড গেট) ও গেট নং ৪
  • রবীন্দ্র সরোবর স্টেশন – গেট নং ১ (মেইন গেট, পূর্ব রেল গেটের বিপরীতে) ও গেট নং ৬
  • মহানায়ক উত্তম কুমার স্টেশন – গেট নং ১ ও গেট নং ২ (মেন গেট)
  • নেতাজি স্টেশেন – সব গেট
  • মাস্টারদা সূর্য সেন স্টেশন – সব গেট
  • গীতাঞ্জলি স্টেশন – সব গেট
  • কবি নজরুল স্টেশন – সব গেট
  • শহিদ ক্ষুদিরাম স্টেশন – সব গেট
  • কবি সুভাষ স্টেশন – সব গেট

উল্লেখ্যে, দেশে প্রথম মেট্রো কলকাতায় চালু হলেও পরবর্তীতে অন্যান্য বড় শহরেও তা চালু হয়। বর্তমানে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো শহরেও চলছে মেট্রো। অনেক শহরে রাত ১১টা বা তার পরেও পরিষেবা পাওয়া যায়। আর বর্তমানে কলকাতাতেও রাতের দিকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মেট্রো পরিষেব। এবার তার সময়সূচিও বদলাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *