আজ সোমবার নবান্নে রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এ দিন কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের জল বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন। পাশাপাশি ফরাক্কা চুক্তি নবীকরণ নিয়েও সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে বাংলার জল নিয়ে আলোচনায় ডাকা হয়নি রাজ্যকে। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে জানিয়েছেন, কেন্দ্র একতরফা কোনও সিদ্ধান্ত নিলে সারা বাংলা জুড়ে এবং দেশ জুড়ে আন্দোলন চলবে। বাংলার জল বিক্রি করে দিলে আগামী দিনে গঙ্গায় ভাঙন ধরতে পারে। মানুষের ঘর-বাড়ি গঙ্গার তলায় চলে যাবে। এ দিন নাম না করে নরেন্দ্র মোদীকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।