মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন নবান্নে। এ দিনের বৈঠকে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তোলাবাজি নিয়ে ভর্ৎসনা করেন এ দিন। পুকুর ভরাট নিয়ে ফের নির্দেশিকা মনে করিয়ে দিয়েছেন তিনি। কাজ না করলে পদে থাকা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্ষার আগে ড্রেন বন্ধ হয়ে যায় এমন কিছু ড্রেনে ফেলা যাবে না। ডেঙ্গু রুখতে নিয়মিত ড্রেন পরিষ্কার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুকুর বা জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এ ছাড়াও মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। নজরে রাখতে হবে যাতে অবৈধ নির্মাণ না হয়।