জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ সাত বছর আগেই প্রেমে পড়েছিলেন জাহির ইকবালের(Zaheer Iqbal), তবে প্রকাশ্যে সেই খবর আনেননি অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। কিছু মাস আগেই জাহিরের সঙ্গে সম্পর্কে থাকার কথা সোশ্যাল মিডিয়ায় জাহির করেন শত্রুঘ্নকন্যা। দীর্ঘ ৭ বছর পর রবিবার (২৩ জুন) স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আইনি বিয়ে করেন তাঁরা। সেই বিয়ে নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। এবার এই বিষয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
সোনাক্ষী হিন্দু আর জাহির মুসলিম, অন্যধর্মে বিয়ে নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। তাহলে কি ধর্ম পরিবর্তন করবেন অভিনেত্রী? গুঞ্জন থেকে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে সোনাক্ষীর শ্বশুরমশাই সম্প্রতি জানিয়ে দেন কেউই নিজ ধর্ম ত্যাগ করবেন না। বরং স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আইনি বিয়েই করবেন তাঁরা। তাই হল রবিবার, তবে সেই নিয়েও কম কথা শুনতে হয়নি সোনাক্ষীকে। বিয়ের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামের কমেন্ট বক্স বন্ধ রাখেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষীর জীবনসঙ্গী নির্বাচন নিয়ে যে চর্চা শুরু হয়েছে, তা দেখে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সোমবার নেটপাড়ায় তসলিমা নাসরিন লেখেন, ‘জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার বিয়ে হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। যার যার ধর্ম তার তার থাকছে। বিয়ের কারণে কারও ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হয়নি। জাহির তার নামাজ রোজা, আদৌ যদি তার ইচ্ছে হয় করতে, করবে। আর সোনাক্ষীর যদি পুজো করতে ইচ্ছে হয় করবে। হ্যাঁ একই বাড়িতে। কেউ কাউকে বাধা দেবে না। শাহরুখ খানের বাড়িতে তো এমনই হয়। মধুর যে কোনও সম্পর্কে ধর্ম হয়ে ওঠে তুচ্ছ ব্যাপার।’
তসলিমা আরও লেখেন, ‘হিন্দু-মুসলমানে বিয়ে হলে হিন্দুই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। খ্রিষ্টান-মুসলমানে বিয়ে হলে খ্রিষ্টানই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। বিয়ের কারণে কোনো মুসলমানকে ধর্ম বদলাতে হয় না। অথচ মুসলমানের সঙ্গে বিয়ে হলে সব অমুসলিমকে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। এইসব ঝামেলায় না গিয়ে সবচেয়ে ভালো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করা।’
আরও পড়ুন- Shah Rukh Khan| Samantha Ruth Prabhu: ফের রাজকুমার হিরানির ছবিতে শাহরুখ, সঙ্গে সামান্থা!
তসলিমা লেখেন যে ধর্ম বদলানোর জন্য যে প্রেমিক কিংবা প্রেমিকা চাপ দেয় তাকে বিয়ে না করাই ভালো। লেখিকা লেখেন, ‘যে মানুষ তার প্রেমিক বা প্রেমিকাকে ধর্ম বদলাবার জন্য চাপ দেয়, তাকে বিয়ে না করাই ভালো। কারণ সে মানুষের চেয়ে ধর্মকে বেশি ভালোবাসে, তা ছাড়াও নিজের ধর্মকে সব ধর্মের ওপরে রাখে। এই মেগালোম্যানিয়া সম্পর্কের জন্য ক্ষতিকর।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)