সব জল্পনা মিটিয়ে অবশেষে জাহির ইকবালকে কুবুল করলেন সোনাক্ষী সিনহা। রবিবারের সন্ধেতে বসল জমজমাট রিসেপশনের আসর। হাজির হয়েছিলেন বলিউড তারকারা। একদিকে যেমন তাঁর হাজার ওয়াটের হাসি নিয়ে হাজির হলেন কাজল। তেমনই ৬৩-তেও নজরকাড়া সঙ্গীতা বিজলানী। আর বলিউডের এভারগ্রিন ডিভা রেখাকে নিয়ে আলাদা করে কীই বা বলার থাকতে পারে বলুন তো? এদিন তিনি প্রিয় বন্ধু ও সহকর্মী শত্রুঘ্নের মেয়ের বিয়েতে এলেন আদিতি রাও হায়দরি এবং সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে। অন্যদিকে প্রেগনেন্সির অ্যাডভান্সড স্টেজ তো কী? আলি ফজলের সঙ্গেব্ল্যাকে টুইনিং করে এলেন রিচা চড্ডাও। আর তারকাদের এই আসা যাওয়া লেন্সবন্দি হয়ে থাকল আমাদের ক্যামেরায়। দেখুন সেই ভিডিয়ো।