Taki Road,দুর্গন্ধযুক্ত জল সরবরাহের অভিযোগ, টাকি রোড অবরোধ করে বিক্ষোভ – basirhat municipality resident block taki road in demand of purified water


দুর্গন্ধযুক্ত এবং খাবার অযোগ্য জল সরবরাহ করার অভিযোগ তুলে সোমবার টাকি রোড অবরোধ করলেন বসিরহাট পুরসভার ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। উত্তেজনা তৈরি হয় এলাকায়।

ঠিক কী অভিযোগ স্থানীয় বাসিন্দাদের?

উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি ত্রিমোহিনী ,কালিবাড়ি সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বিক্ষোভকারীদের মধ্য থেকে সুপ্রিয়া দে বলেন, ‘প্রায় দশ বছর ধরে এই নিয়ে সমস্যা রয়েছে। আমাদের সব এই খারাপ জলেই করতে হয়। কাউন্সিলরকে বারংবার বলেও কোনও কাজ হয়নি। আমরা ভালো জল চাই।’

বিক্ষোভকারীদের দাবি, বেশ কয়েকদিন ধরে দুর্গন্ধযুক্ত জল তাঁরা পাচ্ছেন। এই জল খেয়ে শিশু থেকে শুরু করে অনেক বয়স্করাও পেটের সমস্যায় ভুগছেন। বারবার এই নিয়ে পুরকর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা। কিন্তু, তা সত্বেও কোনও কাজ হয়নি। আর সেই কারণে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তাঁরা।

তাই তাঁরা অপরোধের পথে হেঁটেছেন। অবিলম্বে এই নিয়ে পুরসভা পদক্ষেপ করুক এবং স্বচ্ছ-পানের যোগ্য জল সরবরাহ হোক, এমনই দাবি করা হয়েছে তাঁদের তরফে।

ঠিক কী জানানো হচ্ছে পুরসভার তরফে?

এই অভিযোগ প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, ‘অমৃত প্রকল্পের পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই এই কাজ শেষ হবে বলে আশা করছি। সাধারণ মানুষের কাছে আবেদন যাতে এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাঁরা সাহায্য করেন।’ পাইপ লাইনের কাজের জন্যই এই সমস্যা হচ্ছে এবং তা শেষ হয়ে গেলে এই সংক্রান্ত সমস্ত সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে।

এদিকে রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়তে হয়েছিল বহু মানুষকে। বেশ কিছুক্ষণ সংশ্লিষ্ট রাস্তায় যানচলাচল বন্ধ ছিল। ফলে একাধিক গাড়ি দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

পুলিশের দীর্ঘ চেষ্টার পর বিক্ষোভকারীরা সেখান থেকে সরার জন্য রাজি হন। তবে দ্রুত পুরসভা এই প্রসঙ্গে হস্তক্ষেপ করুক, এই দাবি রাখা হয় তাঁদের পক্ষ থেকে। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে এই বনধের ফলে বিস্তর বেগ পেতে হয়েছিল সাধারণ মানুষকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *