Calcutta Municipality,নীল-সাদা নয়, ঐতিহ্য মেনে রং পুরসভার নতুন ভবনের – new market chaplin square calcutta municipality new house color according to tradition


দেবাশিস দাস
হেরিটেজ এলাকায়, তাই নিউ মার্কেটের চ্যাপলিন স্কোয়ারের পাশে কলকাতা পুরসভার নতুন বাড়ির রং নীল–সাদা হলো না। তবে নতুন ভবনে ঢোকার মুখে যে লোহার রেলিং এবং গেট রয়েছে, তার রং নীল-সাদা করা হয়েছে। নতুন বাড়িটির বাকিটায় অন্য হেরিটেজ ভবনের মতোই লালচে রং আর হলুদ বর্ডার। পুরোনো চ্যাপলিন সিনেমা হল ভেঙে পুরসভার নতুন ভবনটি তৈরি হয়েছে। চারতলা বাড়িটির নির্মাণের অধিকাংশ কাজই শেষ হয়েছে। আর কয়েক দিনের মধ্যেই পুরসভার একাধিক বিভাগ স্থানান্তরিত হবে এই নতুন ভবনে।পুরসভার হেরিটেজ বিভাগের একাধিক আধিকারিক জানান, শহরের ঐতিহ্যপূর্ণ এলাকা হগ মার্কেটে নতুন ভবনটি হওয়ায় রাজ্যের অন্য অনেক সরকারি ভবনের মতো নীল-সাদা রং করা যায়নি। তাঁদের বক্তব্য, বাড়িটি নতুন হলেও হেরিটেজ আইন অনুযায়ী হেরিটেজ এলাকার মধ্যে পড়ায় এই বাড়ির রং অন্য কিছু করা যায়নি।

হেরিটেজ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমদ্দার বলেন, ‘হেরিটেজ আইন অনুযায়ী আমরা কাজ করছি। ফলে পুরসভার নতুন বাড়ির রং ঐতিহ্যশালী ভবনের আইন মেনেই করতে হচ্ছে।’ পুরসভার কর্মীদের একাংশও অবশ্য মনে করেছিলেন, নতুন ভবনের রং সাদা-নীল হবে। কিন্তু তা হয়নি।

সম্প্রতি কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলার বিশ্বরূপ দে প্রস্তাব দিয়েছিলেন, কলকাতায় বরো ভিত্তিক হেরিটেজ ভবনের তালিকা তৈরি করা হোক। সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক। শহরের বাসিন্দাদের মধ্যে হেরিটেজ নিয়ে আগ্রহ বাড়াতে পুরসভাকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরিরও প্রস্তাব দিয়েছিলেন তিনি।

শহরে নাইট শেল্টার বাড়ুক, পুরসভাকে চিঠি পুলিশের

বিরশ্বরূপের ওই প্রস্তাবের প্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘হেরিটেজের একাধিক ক্যাটিগরি রয়েছে। সেই ক্যাটিগরি নির্ধারণ করা হয় হেরিটেজ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে। এই সংক্রান্ত আইনি বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করতে হয়। তার পরেই পুরসভা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।’ মেয়র জানান, শহরের হেরিটেজ তালিকা তৈরির জন্যে হেরিটেজ বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের সঙ্গে খুব শীঘ্রই আলোচনা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *