Katrina Kaif Pregnancy Rumours : ফের ক্যাটরিনাকে নিয়ে প্রেগনেন্সি হাওয়া, দীপিকার গর্জাস বেবি-বাম্প – katrina kaif pregnancy rumours swirling as she wears loose denim jacket and deepika padukone spotted with baby bump at airport


মুম্বই ছাড়লেন ক্যাটরিনা কইফ, এদিকে লন্ডনের ঝটিকা সফর সেরে দেশে ফিরলেন দীপিকা পাডুকোন-রণবীর সিং। দীপিকার প্রেগনেন্সি নিয়ে এখন তুমুল হইচই। তিনিও এই মুহূর্তটা চুটিয়ে এনজয় করছেন। রীতিমতো ফ্লন্ট করছেন তাঁর বেবি বাম্প। কলকি-র ট্রেলার লঞ্চে তাঁর গর্জাস প্রেজেন্স নিয়ে তুমুল চর্চা চলেছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে ক্যাটরিনা কইফ। তিনি আজকাল বেশিরভাগ সময়টাই কাটাচ্ছেন শহরের বাইরে, লন্ডনে। ভিকিও মাঝেমধ্যেই সেখানে পৌঁছে যাচ্ছেন। আর বার বার কৌতূহল বাড়িয়ে দিচ্ছেন তাঁর প্রেগনেন্সির সম্ভাবনা নিয়ে। এদিনও এয়ারপোর্টে যখন নজরে এলেন ক্যাটরিনা, অনেকেই রব তুললেন, ওই তো হালকা ছোট্ট বেবি বাম্প যেন দেখা গেল! অবশ্য ভিডিয়োটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন, কীভাবে ঢিলা টি-শার্ট আর ওভারসাইজড ডেনিম জ্যাকেটে ক্যামোফ্লেজিং লুকে ধরা দিয়েছেন ক্যাটরিনা। এমনকি সামনে থেকে ক্যামেরাও ফেস করলেন না। অন্যদিকে প্রেগনেন্সিতে দীপিকাও বেছে নিলেন কমফর্টেবল অ্যাথলেজারে। রং অবশ্য সেই ফেভারিট ব্ল্যাক। নায়িকাদের এমন ক্যানডিড মোমেন্টের জন্যেই তো অপেক্ষায় থাকেন ভক্তরা। আর তাই তো আমরাও হাজির হই এমন সব মুহূর্তদের সাজিয়ে নিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *