Malda News : ঝাড়ু হাতে সাফাই অভিযানে খোদ বিডিও – malda bdo sweeps area with message of dengue awareness and plastic boycott watch video


বর্ষা আর কিছু দিনের মধ্যেই কড়া নাড়তে চলেছে বঙ্গের দুয়ারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আর বর্ষা আসলেই ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকে রাজ্যে। তাই আগে থেকে ডেঙ্গি সচেতনতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে ঝাঁটা হাতে এলাকা পরিষ্কারের কাজে নামলেন বিডিও। মালদার সাহাপুর সেতু মোর সংলগ্ন বিভিন্ন এলাকায় চলল এই অভিযান। বিডিওর পাশাপাশি উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা রাজবংশী, সাহাপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান মাম্পি সাহা দাস সহ স্বাস্থ্যকর্মী এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। জানা গিয়েছে, প্রশাসনিক নির্দেশ মেনেই দুই দিন ব্যাপী এই কর্মসূচি হতে চলেছে। পুরাতন মালদার বিডিও সেঁজুতি পাল মাইতি ঠিক কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *