সোমবার নবান্নের বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার ফুটপাথ দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার। তারপরেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার সল্টলেকের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। যে সব দোকানগুলির একাংশ বেআইনিভাবে ফুটপাথের উপরে রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এর মূল কারণ হল যাতে শহরের ফুটপাত ব্যবহার করার জন্য কোনও পথচারীকে সমস্যার মুখোমুখি না হতে হয়। এ দিন পুলিশের অভিযান চলার সময় দেখা গিয়েছে, বেশ কিছু দোকান ফুটপাথের উপরে বাঁশ পুতে ছাউনি তৈরি করেছে। সেই অংশে কোথাও বসার জায়গা আবার কোথাও অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশ কর্তারা কড়া নির্দেশ দিয়েছেন, অবিলম্বে সেই সব সরিয়ে দেওয়ার।