হাওড়া থেকে চালু লেডিস স্পেশাল বাস। অফিস টাইমে মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগে চালু হল লেডিস স্পেশাল বাস। এই বাসে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন মহিলারা। মঙ্গলবার হাওড়া থেকে এই বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশাল বাস। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে এই বাসটি হাওড়া থেকে ছেড়ে বালিগঞ্জে যাবে। বাসটি পার্ক স্ট্রিট, এলগিনরোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জে পৌঁছবে। বাসের ড্রাইভার পুরুষ হলেও কন্ডাক্টর মহিলা। হাওড়া থেকে আপাতত ১ বাস চালু হলেও পরে বাড়ানো হতে পারে। বাসটি আবার বিকেল ৫টা ৩০ মিনিটে বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কী জানাচ্ছেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।