STF,জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে STF-র হাতে গ্রেফতার নদিয়ার যুবক – stf arrested one more boy suspected attached with terror from nadia in kanksa case


মহম্মদ হাবিবুল্লার পর এবার হারেজ শেখ। পানাগড়ের পর এবার নদিয়ার নবদ্বীপ। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ গ্রেফতার আরও এক যুবক। হাবিবুল্লাকে জিজ্ঞাসাবাদ করেই এই যুবকের সন্ধান পাওয়া গিয়েছে বলে STF সূত্রে খবর।ধৃত হারেজ শেখের বয়স ২৭ বছর। গত শনিবার কাঁকসার মীরে পাড়া থেকে মহম্মদ হাবিবুল্লা শেখ নামের এক যুবককে গ্রেফতার করে STF-এর একটি দল। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতারের পর রবিবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সেই মত কাঁকসা থানার পুলিশ ও STF-এর দল তদন্তে নেমে হাবিবুল্লাকে জিজ্ঞাসাবাদ করে হারেজের নাম জানতে পারে। এর পরেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তদন্তকারী দল।

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রাখার অভিযোগে কাঁকসা থানার পানাগড় মীরে পাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে এস টি এফ। কাঁকসা থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ এর পর তাকে গ্রেফতার বলে জানানো হয় এস টি এফ এর পক্ষ থেকে।

২৭ বছর হারেজ সেখের সঙ্গে মহম্মদ হাবিবুল্লার কী রকম যোগ ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে এসটিএফ কর্তারা। জঙ্গিযোগে যুবককে গ্রেফতারের ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হারেজ শেখের পরিবারের দাবি, তার মাথার ঠিক নেই। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে। তবে এই এলাকার কারও সঙ্গে সেই রকম কথা বলতো না হারেজ। পড়াশুনা উচ্চমাধ্যমিক পর্যন্ত করলেও সারাদিন মোবাইল ঘাটতো আর মাঠে কাজ করতো। তবে নামাজ পড়তে মসজিদে যেত মাঝে মধ্যে। নবদ্বীপের মায়াপুরের মোল্লা পাড়ায় বাড়ি হারেজ শেখের।

উল্লেখ্য, ‘শাহাদাত’ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে বাংলাদেশে। এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন ‘আনসার-আল-ইসলামের’ সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন ভালো যোগ রয়েছে। সেই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগেই হাবিবুল্লাকে গ্রেফতার করা হয়েছিল।

মেধাবী ওই ছেলেটা জঙ্গি! বিশ্বাস হচ্ছে না পড়শিদের
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘পানাগড়,বারুইপুর সোনারপুর বারবার এরকম ঘটনা দেখছি। এটা প্রথমবার নয়। পশ্চিমবঙ্গ অত্যন্ত নিরাপদ জায়গা জঙ্গিদের থাকার জন্য। সারা ভারতবর্ষে যখন কোন জঙ্গি ধরা পড়ছে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন তারা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি।’ এসটিএফ সূত্রে জানা গিয়েছে, হাবিবুল্লাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজন সহযোগীর সন্ধান চালানো হচ্ছে। এরমধ্যেই একজনকে আজকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হল বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *