Village Police Salary Increment Notice Issued By West Bengal Government


ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনিক মজুরি বাড়লে তাঁদের মাসিক বেতনে আরও এক হাজার টাকা যোগ হতে চলেছে। উল্লেখ্য, এর আগে মার্চে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এবং পাশাপাশি ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। এ বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথাও জানানো হয়েছিল। উল্লেখ্য, ভিলেজ পুলিশ সাধারণত ৩৪৪ টাকা প্রতিদিন হিসেবে ভাতা পেয়ে থাকেন। সেক্ষেত্রে তাঁদের মোট কর্মদিবসের হিসেব অনুযায়ী ৩৪ টাকা করে বাড়লে মোট প্রায় ১০০০ টাকা অতিরিক্ত যোগ হবে।

সরকারের তরফে আগেই জানানো হয়, প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন। আগে সিভিক ভলান্টিয়াররা ২০০০ টাকা করে বোনাস পেতেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই নিয়মটি চালু করা হয়েছিল। গত বছর অর্থাৎ ২০২৩ সালের পুজোতেও সিভিক ভলান্টিয়াররা ওই বোনাস পেয়েছেন। এবার ভিলেজ পুলিশের ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়ানোর পথে হাতল সরকার।

মা বাপ হারা ছেলের হার না মানা লড়াই

রাজ্যের প্রায় ১ লাখ ৫০ হাজারের বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বাজেটে তাঁদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর পাশাপাশি, রাজ্য পুলিশে তাঁদের যুক্ত হওয়ার কোটাও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়। এই খাতে মোট ১৮০ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয় রাজ্যের তরফে।

ফুটপাত থেকে দোকান তুলতে রাতেই রাস্তায় পুলিশ-প্রশাসন, মুখ্যমন্ত্রীর ধমকে কাজ
এখানেই শেষ নয়, গত বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশ ইত্যাদি সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে ২ বা ৩ লাখ টাকা পাওয়ার যোগ্য তাঁদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীকে ভিলেজ পুলিশ পদে চাকরির আবেদনের জন্য যোগ্য হিসেবে নির্ধারিত করা হয়। ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকতে হয়। বিভিন্ন জেলায় জেলা পুলিশই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। রাজ্যের বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের কাজ করতে হয়। ভিলেজ পুলিশ সাধারণত নিজের গ্রাম পঞ্চায়েত এলাকার খবরাখবর রাখার কাজ করে থাকেন। কোনও অপরাধ সংগঠিত হচ্ছে কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশকে আগে থেকে জানাতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *