গত ১৫ জুন বেলঘরিয়া রথতলা মোড়ের কাছে বিটি রোডের উপর অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশের সামনে তাঁর কাছে হুমকি ফোন আসে। বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের নাম করেই আসে ওই হুমকি ফোন। একইভাবে হুমকি ফোন আসে তাপস ভগত এবং অনির্বাণ দাসের কাছেও।
প্রতিটি ক্ষেত্রেই সুবোধের লিঙ্ক রয়েছে বলে পুলিশ মনে করছে। তাই তাকে হেফাজত পেতে মরিয়া হয়ে উঠেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তদন্তে বিহারে ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশের দু’টি টিম গিয়েছে। এরই মধ্যে সুবোধের বিরুদ্ধে মঙ্গলবার প্রোডাকশন ওয়ারেন্ট জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। মঙ্গলবার বেলঘরিয়া শুটআউট কেসে তার বিরুদ্ধে ওই ওয়ারেন্ট জারি হয়েছে।
টিটাগড় থানার হুমকি ফোনের কেসেও প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার জন্য আদালতে আবেদন করছে পুলিশ। সুবোধকে হেফাজতে পেতে ওই ওয়ারেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে পুলিশ মনে করছে। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, ‘ওয়ারেন্ট নিয়ে বিহারের নির্দিষ্ট আদালতে এবং জেলে কথা বলে সুবোধকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।’
আতঙ্কিত ব্যবসায়ী অনির্বাণ দাস বলেন, ‘আগেও আমার দোকানে গুলি চলেছিল। এই ভাবে চললে তো ব্যবসা করাই মুশকিল হয়ে যাবে।’