International Day Against Drug Abuse: মাদক মুক্ত সমাজ গড়তে তৎপরতা জেলায় জেলায় – international day against drug abuse and illicit trafficking celebrates in kolkata and other districts of west bengal watch video


মাদকের নেশা ধীরে ধীরে গ্রাস করে মানুষকে। যার জেরে একাধিক পরিবার ধংসের দিকে এগিয়েছে। আর সেই মাদক মুক্ত সমাজ গড়তেই জেলায় জেলায় বিশেষ উদ্যোগ। ২৬ জুন মাদক বিরোধী দিবস পালন হচ্ছে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায়। মাদকের নেশা ধীরে ধীরে গ্রাস করে মানুষকে (Anti Drug Day 2024)। আর সেই মাদক মুক্ত সমাজ গড়তেই জেলায় জেলায় বিশেষ উদ্যোগ। ২৬ জুন মাদক বিরোধী দিবস পালন হচ্ছে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায়। এছড়া উত্তর ২৪ পরগনা এবং চন্দননগরেও মাদক বিরোধী দিবস পালনের ছবি ধরা পড়েছে। লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় কী জানাচ্ছেন? উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সুপার কী বললেন, জেনে নিন। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *