Kalki 2898 AD Advance Booking: বাড়ছে উত্তেজনার পারদ! কল্কি বক্স অফিসে প্রভাসের সুদিন ফেরাবে? – deepika padukone prabhas starrer kalki 2898 advance booking report in detail watch video


আগামীকাল ২৭ জুন হইহই করে মুক্তি পেতে চলেছে মেগা স্টারার ছবি KALKI 2898 AD। প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন দীপিকা পাডুকোন। আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, আমাদের একান্ত আপন শাশ্বত চট্টোপাধ্যায়। নাগ অশ্বিনের এই গ্র্য়ান্ড প্রজেক্টের বাজেটও পাহাড় প্রমাণ। আনুমাণিক ৬০০ কোটি টাকা। অতএব এক বড় বাজি ধরেছেন প্রযোজকরা। ট্রেলারে তো ভালোই সাড়া ফেলেছে ছবিটি। কিন্তু এখন মিলিয়ন ডলার প্রশ্ন। শেষ পর্যন্ত বক্স অফিসে কামাল দেখাতে পারবে তো এই ছবি? প্রভাস ফের একবার বাহুবলী ম্যাজিক ক্রিয়েট করতে পারবে তো? বিশ্বজুড়ে অ্যাডভান্সড বুকিংয়ে কত লক্ষ্মীলাভ হল, সেই কথায়। sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত সারা বিশ্বে ১.৩ মিলিয়ন অর্থাত্ ১৩ লাখ টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছে। এর থেকে লক্ষ্মীলাভ হয়েছে ৩৬ কোটি ৭৬ লাখ টাকা! সারা বিশ্বে মোট ১৮ হাজার ২৬টি শো পেয়েছে KALKI 2898 AD। ওয়াকিবহাল মহল এবং ট্রেড অ্যানালিস্টরা আশা করছেন ২০০ কোটি টাকার ওপেনিং।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *