জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের মানচিত্রে ভারতীয় ক্রিকেটকে আলাদা জায়গা করে দিয়েছেলেন তিনি। কিংবদন্তি শব্দবন্ধেই তাঁর সম্বোধন। কথা হচ্ছে ‘ওয়ান অ্য়ান্ড অনলি’ কপিল দেবকে (Kapil Dev) নিয়ে। ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার বিরাট কথা বলে দিলেন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে নিয়ে। কপিল বরাবরই ঠোঁটকাটা, তিনি অকপট। সত্য়ি কথা মুখের উপর বলতে কখনও ভাবেন না। যা ভিতরে তাই বাইরে। কপিল এবার বুমরাকে নিয়ে যে বয়ান দিলেন, তা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। কপিল সাফ বলে দিলেন যে, জাতীয় দলের সম্পদকে নিয়ে তিনি ঠিক কী ভাবেন!
আরও পড়ুন: ৩৪ হাজারের উপর রান, দেশের জার্সিতে ব্রাত্য তারকা! জুলাইয়ে ছাড়ছেন দেশ
চলতি টি-২০ বিশ্বকাপে বুমরা রয়েছেন অসাধারণ ফর্মে। ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় সেমিফাইনালের আগেই তাঁর ঝুলিতে চলে এসেছে ১১ উইকেট। ২৩ ওভার তিনি বল করেছেন ৪.০৮-এর ইকোনমি রেটে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, ‘দেখুন বুমরা আমার চেয়ে ১০০০ গুণ ভালো। এই তরুণ ক্রিকেটাররাই আমাদের চেয়ে অনেক ভালো। হতে পারে আমাদের অভিজ্ঞতা বেশি। তবে ওরা আমাদের চেয়ে ভালো। ওরা অনবদ্য়। অনেক বেশি ফিট। অনেক বেশি কঠোর পরিশ্রম করে। এক কথায় দুর্দান্ত।’
কপিল তাঁর কেরিয়ার শেষ করেছেন ৪৩৪ টেস্ট ও ২৫৩টি ওডিআই উইকেট নেওয়া, কপিলকে সর্বকালের অন্য়তম সেরা অলরাউন্ডার হিসেবেই দেখা হয়। ৬৫ বছরের ক্রিকেটার সাম্প্রতিক ভারতীয় দলের ফিটনেসেরও তারিফ করেছেন। ভারত-ইংল্য়ান্ড সেমির আগে কপিল শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘অল দ্য় বেস্ট, গুড লাক। আশা করি ভারতীয় ক্রিকেটাররা চলতি টি-২০ বিশ্বকাপে যেভাবে খেলছে, তাদের কোনও খারাপ দিন আসার কথা নয়। ৫০ ওভারের বিশ্বকাপে যা হয়েছিল, তেমনটা হবে না। ওরা ভালো খেলছে। ক্রিকেট উপভোগ করছে। কুর্নিশ জানাই ওদের। দেশের প্রতিটি মানুষের মতোই আমারও প্রার্থনা রয়েছে ওদের সঙ্গে।’
সাল ২০১৮। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বুমরার। বিগত ছয় বছরে বুমরা ক্রিকেটের তিন ফরম্য়াটে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আজ তিনি দেশের অন্যতম সেরা যোদ্ধা হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত বুমরা ৩৬ টেস্টে নিয়েছেন ১৫৯ উইকেট। ৮৯টি ওডিআই ম্য়াচে বুমরার রয়েছে ১৪৯ উইকেট। ৬৮টি টি-২০ আই ম্য়াচে বুমরার ঝুলিতে এসেছে ৮৫ উইকেট।
আরও পড়ুন: মাঠে উড়ে এসে ফ্যানের আক্রমণ রোনাল্ডোকে! তারপর… ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দেবে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)