তবে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক বৈষম্যতার বিষয়ে সমালোচনা করেন তিনি। অমর্ত্য বলেন, ‘ধনীদের উপর নির্ভরশীলতা বেশি, দরিদ্রদের অবহেলা করার প্রথা বহু দিন ধরেই এই সরকারে চলছে।’
লোকসভা নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করা হয়েছে। জোট শরিকদের সেরকম বড় কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়নি। দেশের গুরুত্বপূর্ণ দফতরগুলি নিজের হাতেই রেখে দিয়েছে বিজেপি। নতুন মন্ত্রিসভা নিয়েও সমালোচনা করতে শোনা যায় অর্থনীতিবিদকে। তিনি বলেন, ‘যে মন্ত্রিসভা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও, রাজনৈতিক ভাবে যাঁরা শক্তিশালী, তাঁরা এখনও শক্তিশালী হয়ে রইলেন।’
লোকসভা নির্বাচনের এই ফলাফলের পেছনে বেকারত্বের বিষয়টিও রয়েছে বলে জানান তিনি। অমর্ত্য বলেন, ‘দেশে বেকারত্ব আগের তুলনায় বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য অবহেলিত। বেকারের সংখ্যাবৃদ্ধির সঙ্গে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যের অবহেলার যোগ রয়েছে। কংগ্রেস এবং বামপন্থীদের আমলেও অনেক কিছু নিয়ে আপত্তি রয়েছে। তবে, সবথেকে বেশি কষ্ট পেয়েছি এই সরকারের আমলে। আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে।’