Amartya Sen : ভারতবর্ষ যে হিন্দুরাষ্ট্র নয়, ভোটারদের সেই মতের প্রতিফলন হয়েছে : অমর্ত্য সেন – amartya sen opinion on lok sabha election 2024 result


লোকসভা নির্বাচনের এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোট সঙ্গীদের উপর ভরসা করেই এনডিএ সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। ৪০০ আসনের লক্ষ্যে ভোটে নামলেও ম্যাজিক ফিগার থেকে অনেকটাই পিছিয়ে গেরুয়া শিবির। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করে বিশেষ মতামত ব্যক্ত করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।বুধবার সন্ধ্যায় আমেরিকা থেকে কলকাতায় এসে পৌঁছন অর্থনীতিবিদ। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘ভারতবর্ষ যে হিন্দুরাষ্ট্র নয়, ভারতীয় ভোটারদের সেই মতের প্রতিফলন ঘটেছে।’ তাঁর কথায়, ‘অনেক খরচ করে বড় রাম মন্দির বানানো হয়েছে। তবে এই বিষয়টির দু’টো দিক আছে। একটা হল, ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখা। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়।’

তবে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক বৈষম্যতার বিষয়ে সমালোচনা করেন তিনি। অমর্ত্য বলেন, ‘ধনীদের উপর নির্ভরশীলতা বেশি, দরিদ্রদের অবহেলা করার প্রথা বহু দিন ধরেই এই সরকারে চলছে।’

ধোপে টিঁকল না বিশ্বভারতীয় দাবি, আদালতে জয় অমর্ত্য সেনের

লোকসভা নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করা হয়েছে। জোট শরিকদের সেরকম বড় কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়নি। দেশের গুরুত্বপূর্ণ দফতরগুলি নিজের হাতেই রেখে দিয়েছে বিজেপি। নতুন মন্ত্রিসভা নিয়েও সমালোচনা করতে শোনা যায় অর্থনীতিবিদকে। তিনি বলেন, ‘যে মন্ত্রিসভা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। মন্ত্রীরা সব একই। একটু রদবদল হলেও, রাজনৈতিক ভাবে যাঁরা শক্তিশালী, তাঁরা এখনও শক্তিশালী হয়ে রইলেন।’

Mamata Banerjee : কাজ ফেলে রাখা যাবে না, মন্ত্রীদের স্পষ্ট বার্তা মমতার
লোকসভা নির্বাচনের এই ফলাফলের পেছনে বেকারত্বের বিষয়টিও রয়েছে বলে জানান তিনি। অমর্ত্য বলেন, ‘দেশে বেকারত্ব আগের তুলনায় বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য অবহেলিত। বেকারের সংখ্যাবৃদ্ধির সঙ্গে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যের অবহেলার যোগ রয়েছে। কংগ্রেস এবং বামপন্থীদের আমলেও অনেক কিছু নিয়ে আপত্তি রয়েছে। তবে, সবথেকে বেশি কষ্ট পেয়েছি এই সরকারের আমলে। আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *