Bagnan Cyber Fraud : ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে ৩ লাখ গায়েব! – bagnan cyber fraud elderly person shankar chakraborty loses more than 3 lakhs money from bank account watch video


ফের সাইবার প্রতারণার শিকার এক বৃদ্ধ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করাতে গিয়ে ধাপে ধাপে ৩ লক্ষ ১৯ হাজার ৯৯৯ টাকা খোয়ালেন। ঘটনায় প্রতারিত শংকর চক্রবর্তী ইতিমধ্যে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী শংকর চক্রবর্তী কী জানাচ্ছেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো। জানা গেছে বাগনান আগুনসি ভুঁইয়াড়ার বাসিন্দা শংকর চক্রবর্তীর বাগনানের একটি বেসরকারি ব্যাঙ্কে এ্যাকাউন্ট আছে (Cyber Fraud)। তিনি জানান গত ২৪ জুন একটি অচেনা নম্বর থেকে ফোন করে আমাকে ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করতে বলা হয়। আপডেটের জন্য আমাকে আমার প্যান কার্ডের নম্বর দেওয়ার কথা বলে। শংকর চক্রবর্তী জানান প্যান কার্ডের নম্বর দেওয়ার পরেই আমার ফোনে পরপর একাধিক ওটিপি আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *