অর্ধেক বছর শেষ, একটু নজর ফেরানো যাক বলিউডের বক্স অফিসে। একবার যদি সেরা ১০ ছবির তালিকা তৈরি করা যাক। দেখা যাবে, দুই নায়িকা বেশ জাঁকিয়ে বসেছেন। হাফ বছরের টপ-গ্রসিং ছবির তালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন এঁরা। কথা হচ্ছে ইয়ামি গৌতম এব কৃতী স্যাননের। ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পায় কৃতী স্যানন, তাবু, করিনার ছবি। বক্স অফিসে যেমন পয়সা উসুল হয়েছে, তেমনই প্রশংসিত হয়েছে অভিনয়। ৫০ কোটির বাজেটে তৈরি এই ছবি। বক্স অফিসে লক্ষ্মীলাভ হয়েছে ১৪২.৭ কোটি টাকার। বক্স অফিসের ভার যে নারীর কাঁধেও দিব্যি ব্যালেন্স হয়ে যায়। তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন তাবু-করিনা-কৃতী। ৩০ কোটির বাজেটে তৈরি ছবি Article 370। বক্স অফিসে লক্ষ্মীলাভ করে ১০৫.১ কোটি টাকার। আর কী কী ছবি থাকছে এই তালিকায়? জানতে দেখে ফেলুন ভিডিয়ো।