২০২৪ লোকসভা ভোটপর্ব মিটতেই এবার প্রতিশ্রুতি পূরণের পালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো দেউচা পচামিতে জমিদাতারা পেলেন চাকরি। রাজ্যে শিল্পের ভবিষ্যত দেউচা পচামি। বুধবার ২৬৪ জন জমিদাতাকে পুলিশের জুনিয়র কনষ্টেবলের চাকরির নিয়োপত্র দেওয়া হল। আগামী দিনে আরও শতাধিক জমিদাতাকে গ্রুপ-ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। সিউড়ির ইন্ডোর ষ্টেডিয়ামে এই চাকরির নিয়োগপত্রগুলি জমিদাতাদের হাতে তুলে দেওয়া হয়। উচ্ছ্বসিত জমিদাতারাও। এর আগে প্রায় শতাধিক জমিদাতা নিয়োগপত্র নিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ৬০০ জনের মতো জুনিয়র কনস্টেবল পদে যোগ দিয়েছেন। যাঁরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অষ্টম শ্রেণির বেশি পড়তে পারেননি, তাঁদের চতুর্থ শ্রেণির কর্মী অর্থাৎ গ্রুপ ডি পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখুন সেই ভিডিয়ো।